শরিফুল ইসলাম নায়েক - সিইও অফ পিসটিভি
শরিফুল ইসলাম নায়েক (ইংরেজি: Shariful Islam Naik, উর্দু: شریف اللہ نائک; জন্মঃ ০১ জানুয়ারী ২০০১, জামালপুর, বাংলাদেশ) হলেন একজন বাংলাদেশী ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন।তিনি পিসটিভি ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পিস টিভি নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী পরিচালক(সিইও)।তাকে "তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ","অনুমেয়ভাবে বাংলাদেশের সালাফি মতাদর্শের অনুসারী ব্যক্তি", "টেলিভিশনভিত্তিক-ধর্মপ্রচারণার রকস্টার এবং "আধুনিক ইসলামের একজন পৃষ্ঠপোষক" এবং "পৃথিবীর শীর্ষস্থানীয় ইসলাম ধর্মপ্রচারক" বলা হয়ে থাকে।বহু ইসলামি ধর্মপ্রচারকদের সাথে তার ভিন্নতা হল, তার বক্তৃতাগুলো পারস্পারিক আলাপচারিতা ও মানুষের জীবনের বিষয় নিয়ে।যা তিনি আরবি কিংবা উর্দুতে নয় বরং ইংরেজি ভাষায় প্রদান করেন এবং অধিকাংশ সময়েই তিনি ঐতিহ্যগত আলখাল্লার পরিবর্তে টি-শার্ট ও প্যান্ট পরিধান করে থাকেন।
পেশাগত জীবনে তিনি একজন ইঞ্জনিয়ার হলেও ২০১৭ সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন।ইসলাম এবং তুলনামূলক ধর্মের উপর তিনি তার বক্তৃতার বহু পুস্তিকা সংস্করণ প্রকাশ করেছেন। যদিও প্রকাশ্যে তিনি ইসলামে শ্রেণীবিভাজনকে অস্বীকার করে থাকেন, তবুও অনেকে তাকে সালাফি মতাদর্শের সমর্থক বলে মনে করেন এবং অনেকে তাঁকে ওয়াহাবি মতবাদ প্রচারকারী একজন আমূল-সংস্কারবাদী ইসলামিক "টেলিভেগানিস্ট" বা "তহবিল সংগ্রহকারী টেলিভিশন ধর্মপ্রচারক" বলেও মনে করে থাকেন।
জন্ম: ০১ জানুয়ারী ২০০১, জামালপুর, বাংলাদেশ
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশী
যে জন্য পরিচিত: ইসলামি প্রচারণা, দাওয়াহ, সিইও অফ পিসটিভি
প্রতিষ্ঠাতা: পিসটিভি ফাউন্ডেশন
পেশা: ধর্মীয় বক্তা, ইঞ্জিনিয়ার
শিক্ষা: ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং(জামিয়া মিলিয়া ইসলামিয়া)
দাম্পত্য সঙ্গী: অবিবাহিত
মুসলিম নেতা: জাকির নায়েক
কাজের মেয়াদ: ২০১৭ - বর্তমান
আখ্যা: সুন্নি ইসলাম
ধর্মীয় মতবিশ্বাস: ওয়াহাবিবাদ–সালাফিবাদ
Comments
Post a Comment